টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে স্থান পায়নি ইসলামী বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬’-এর তালিকায় স্থান পায়নি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এর অফিসিয়াল ওয়েবসাইটে এ র্যাংকিং প্রকাশ করা হয়।
ওয়েবসাইটে ২০২৬ এর র্যাংকিং পর্যালোচনা করে দেখা যায়, বিশ্বের ১১৫টি দেশ ও অঞ্চলের ২,১৯১টি বিশ্ববিদ্যালয়কে এবারের র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত করেছে টাইমস হায়ার এডুকেশন। এতে শীর্ষ ৫০০ এর মধ্যে স্থান পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৮টি বিশ্ববিদ্যালয় এবার র্যাংকিংয়ে স্থান করে নিয়েছে। ২০২৫ এর র্যাংকিংয়ে এ সংখ্যা ছিল ২৪।
এ র্যাংকিংয়ের শীর্ষ ৮০০ – ১০০০ এর মধ্যে স্থান পেয়েছে মাত্র ৫টি বিশ্ববিদ্যালয়। যথাক্রমে এগুলো হলো— ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়।
জার্মানির ইরাসমাস প্রোগ্রামে অংশগ্রহণকারী ইবি শিক্ষার্থী মুস্তাকিম পিয়াস বলেন, 'আন্তর্জাতিক মানোন্নয়ন ও র্যাঙ্কিং-এর জন্য প্রয়োজন বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং উপস্থিতি নিশ্চিত করা এবং
আন্তর্জাতিকভাবে একসাথে দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কোম্পানির সাথে চুক্তি করে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যাওয়া সম্ভব।'
শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, 'শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি লক্ষ্যে বহুজাতিক কোম্পানি এবং প্রভাবশালী প্রযুক্তি কোম্পানিগুলোর সাথে চুক্তির করলে শিক্ষার্থীরা তাদের বাস্তব সমস্যাগুলোর সমাধান নিয়ে কাজ করতে পারে। এতে স্কিল্ড গ্র্যাজুয়েট তৈরি হবে। বিশ্ববিদ্যালয় থেকে শুধু ডিগ্রিধারী নয়, বরং ইন্ডাস্ট্রি-সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা সম্পন্ন জনবল তৈরি হচ্ছে না।'
তিনি আরও বলেন, শিক্ষকরা রিসার্চ প্রজেক্টে ফান্ড পেলে প্রজেক্টগুলোতে শিক্ষার্থীদের সুযোগ দিতে হবে। কারণ রিসার্চ প্রজেক্টে কাজ করার মাধ্যমে একজন শিক্ষার্থীর গবেষণা অভিজ্ঞতা, গবেষণামূলক সাময়িকী, প্রকাশনা এবং ভালো ফলাফল তাদের সমৃদ্ধি করবে।এই বহুমুখী দক্ষতা তাকে শুধুমাত্র রেজাল্টধারী শিক্ষার্থীর চেয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে এগিয়ে রাখে।
প্রসঙ্গত, ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর পাঁচটি প্রধান মানদণ্ড বা সূচকের ভিত্তিতে র্যাঙ্কিং প্রকাশ করে থাকে। সেগুলো হলো এডুকেশন, রিসার্চ এনভায়রনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি ও ইন্টারন্যাশনাল আউটলুক।
এনআই















