জবিতে “দ্য আর্ট অব প্রেজেন্টেশন: বি অ্যা স্মার্ট অ্যান্ড কনফিডেন্ট স্পিকার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্সের উদ্যোগে “দ্য আর্ট অব প্রেজেন্টেশন: বি অ্যা স্মার্ট অ্যান্ড কনফিডেন্ট স্পিকার” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের অডিটরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন CAREERCOACH Training Solutions-এর Youth Career Developer ও Soft Skills Trainer মো. রাকিব হোসাইন। তিনি কিভাবে আত্মবিশ্বাসী ও প্রভাবশালীভাবে কথা বলা যায়, কীভাবে শ্রোতাদের মনোযোগ ধরে রেখে একটি স্মার্ট প্রেজেন্টেশন দেওয়া যায় সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি আগস্ট ও সেপ্টেম্বর মাসের সেরা লেখকদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। আগস্ট মাসে সেরা লেখক হিসেবে পুরস্কার পান আকরাম খান, ফাতিমা আক্তার, আল ফারাবী ভূঁইয়া এবং নুসরাত জাহান অর্পিতা। সেপ্টেম্বর মাসে সেরা লেখক নির্বাচিত হন ফাহিম হাসনাত, মালিহা মেহনাজ ও হুমায়ুন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতি সাফা আক্তার নোলক বলেন, “আমরা চাই আমাদের সদস্যরা শুধু লেখালেখিতেই নয়, বক্তৃতা ও উপস্থাপনাতেও দক্ষ হয়ে উঠুক। এই আয়োজনের মাধ্যমে সদস্যরা আত্মবিশ্বাস অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষতা আরও সমৃদ্ধ করতে পারবে।”
সাধারণ সম্পাদক মো. সাকিবুল ইসলাম বলেন, “ফিচার কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্স শুধু লেখার সংগঠন নয়, এটি একটি শেখার ও বিকাশের প্ল্যাটফর্ম। আমরা নিয়মিতভাবে এমন কার্যক্রমের আয়োজন করে সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত উন্নয়নের সুযোগ তৈরি করছি।”
সেপ্টেম্বর মাসের সেরা লেখক ফাহিম হাসনাত বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করেছে। লেখালেখির পাশাপাশি এমন কার্যক্রমে অংশগ্রহণ আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নিজেকে আরও উন্নত করার সুযোগ দেয়। ফিচার কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্সের প্রতিটি উদ্যোগ আমাদের জন্য শেখার নতুন দিগন্ত উন্মোচন করে।”
সেমিনারে সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান শেষে এক প্রাণবন্ত পরিবেশে কার্যক্রমের সমাপ্তি ঘটে।
এনআই















