দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে নামবে ইবি ছাত্রদল

বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, অগ্রগতি এবং সংস্কারের লক্ষ্যে সাত দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় তাদের ‘অবৈধ নিয়োগ বোর্ড মানি না মানবো না; খুনি কেন বাহিরে প্রশাসন জবাব চাই; ছাত্রদলের একশন ডাইরেক্ট একশন; আওয়ামী লীগের দালাল'রা হুশিয়ার সাবধান’ স্লোগান দিতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ সহ অন্যান্য নেতাকর্মী।
দাবিসমূহ হলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমসহ সকল প্রকার ফি ও পেমেন্ট অনলাইনে প্রদান করার ব্যবস্থাসহ সনদপত্র এবং নম্বরপত্র অনলাইনে উত্তোলন করার সকল প্রক্রিয়ার পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় আধুনিক মেশিনারিজ সরবরাহসহ মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ক্যাম্পাসের অভ্যন্তরে বা নিকটতম স্থানে ফায়ার সার্ভিস এর সাবস্টেশন স্থাপন করা এবং বিশ্ববিদ্যালয়সহ পার্শ্ববর্তী এলাকায় ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা, সম্পূর্ণ ক্যাম্পাসে কার্যকর ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা, জিমনেশিয়ামে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ও নিরাপদ ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা, নিয়োগ বোর্ডকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে এবং কোন দলীয় বা স্বার্থান্বেষী মহল যাতে নিয়োগ না পায় সেদিকে প্রশাসনকে সর্তক অবস্থান নিশ্চিত করা, আবাসিক হলের খাবারের মান বৃদ্ধি করতে হবে এবং ক্যাম্পাসের অভ্যন্তরীণ সকল খাবারের দোকান নিয়মিত তদারকির আওতায় এনে মানসম্মত খাবার নিশ্চিত করা।
ইবি ছাত্রদল আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আমাদেরকে দাবিসমূহ দ্রুততর সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দাবি আদায়ের লক্ষ্যে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্মারকলিপির বিষয়ে বলেন, তাদের দাবিগুলো সুন্দর ও শিক্ষার্থীবান্ধব। আমি স্মারকলিপি গ্রহণ করেছি এবং দফাগুল নিয়ে কাজ করবো।
এনআই















