রাবির খালেদা জিয়া হল ডিবেটিং ক্লাবের নেতৃত্বে যুথী ও শায়লা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) খালেদা জিয়া হল ডিবেটিং ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন শাম্মী আক্তার যুথী এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শিক্ষার্থী শায়লা সুলতানাকে।
গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ নতুন কমিটি ঘোষণা করে। নব নির্বাচিত সভাপতি যুথী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এবং সাধারণ সম্পাদক শায়লা ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
“যুক্তির আলোয় আলোকিত হোক অবসর” এই মূলমন্ত্র নিয়ে কাজ করা ক্লাবটির নয় সদস্যবিশিষ্ট এ কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন হল প্রাধ্যক্ষ প্রফেসর ড. শারমিন হামিদ ও বিনীতা বিশ্বস।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী পুষ্পিতা, সাংগঠনিক সম্পাদক মোছা. মাইমুনা খাতুন, দপ্তর সম্পাদক মোছা. পারভীন আরা, অর্থ সম্পাদক লিফা ফারহানা, প্রচার সম্পাদক তানিয়া আক্তার শিপা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মজিদা আক্তার মৌ ও পরমা দত্ত।
এই ক্লাবের উদ্দেশ্য হিসেবে তারা জানান, শিক্ষার্থীদের যুক্তি চর্চায় উৎসাহিত করে জ্ঞানকে সমৃদ্ধ করা ও মুক্তবুদ্ধির বিকাশ ঘটাতে সাহায্য করা। তাদের উচ্চারণ ও বাচনভঙ্গিকে শৈল্পিক রূপ দেওয়ার চেষ্টা করা। বিতর্ক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বিকশিত করা।
নব নির্বাচিত সভাপতি শাম্মী আক্তার যুথী বলেন, আমি আসলে অনেক বেশি ভাগ্যবান মনে করছি নিজেকে, আর আমি জানিনা এই দায়িত্বের মর্যাদা রাখতে পারব কি না। এক বছরের মধ্যে আমাদের বিতর্ক ক্লাবকে যেভাবে নিয়ে যাওয়ার কথা ছিলো সেভাবে সম্ভব হয়নি নানা কারণে। তবে আমি চেষ্টা করব ক্লাবকে সর্বোচ্চটা দিয়ে কাজ করার। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া আমার জন্য গর্বের। আমি বিশ্বাস করি, ঐক্য ও পরিশ্রমের মাধ্যমে আমরা এই ক্লাবকে আরও উজ্জ্বল উচ্চতায় পৌঁছে দিতে পারব।
সাধারণ সম্পাদক শায়লা সুলতানা বলেন, এই দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আমার অঙ্গীকার, প্রতিটি কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করা। একসাথে আমরা আমাদের ক্লাবকে আরও প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক করে তুলব।
এ ক্লাবের উপদেষ্টা ও হলের বর্তমান প্রাধ্যক্ষ ড. শারমিন হামিদ বলেন, “বিতর্ক হচ্ছে মুক্ত চিন্তা ও গণতান্ত্রিক চর্চার অন্যতম অনুষঙ্গ। খালেদা জিয়া হল ডিবেটিং ক্লাব শিক্ষার্থীদের যুক্তিবোধ ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমি আশা করি নতুন কমিটি এই ক্লাবকে আরও প্রাণবন্ত করবে।”
উল্লেখ্য, রাবিতে কেন্দ্রীয় ভাবে তিনটি ডিবপটিং ক্লাব থাকলেও হল ক্লাব কমই আছে। নারিদের হল ভিত্তিক ক্লাবের মধ্যে এটি দ্বিতীয় বিতর্ক ক্লাব।















